উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। গত কয়েকদিন ধরে সূর্যের দেখা মিললেও হঠাৎ করেই কুয়াশার চাদরে ঢেকে আড়াল হয়েছে সূর্য । একই সাথে বাড়ছে শীত। তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রী সেলসিয়াসে।
রোববার, ১০ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
হঠাৎ করে তাপমাত্রা নেমে যাওয়ায় চরম দূর্ভোগে পড়েছে তিস্তা ও ধরলা তীরবর্তী ছিন্নমূল মানুষ। রাত থেকে ঘন কুয়াশায় যান চলাচল সীমিত হয়ে পড়েছে। সকাল ১০টার দিকেও লালমনিরহাট-বুড়িমারী মহসড়কে হেডলাইট জ্বালিয়ে বাস- ট্রাক চলতে দেখা গেছে।
ঘন কুয়াশার কারণে সকালে বাজারগুলোতে তেমন দোকান-পাট খুলতে দেখা যায়নি। লোকজনের চলাচলও স্বাভাবিকের তুলনায় কমেছে অনেকটাই।
ঘন কুয়াশার সাথে হিমেল ঠান্ডা হাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তিস্তা ও ধরলা অববাহিকার চরাঞ্চলের মানুষরা।
কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় জানান, গত কয়েক দিনের চেয়ে আজকের তাপমাত্রা কমেছে। যার ফলে শীত ও ঘন কুয়াশায় বেড়েছে।
বিকেল থেকে ঘন কুয়াশা কেটে যেতে পারে বলে জানান তিনি। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রার তেমন উন্নতি হবেনা বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
এনএ/রাতদিন