কোচবিহারে প্রশ্নফাঁস-নকল ঠেকাতে পরীক্ষা চলাকালে ইন্টারনেটসেবা বন্ধ

কোনো ভাবেই বন্ধ করা যাচ্ছিল না প্রশ্নফাঁস ও পরীক্ষায় নকল। কেন্দ্রে পরীক্ষার্থীদের তল্লাশী করেও কোনো লাভ হয়নি। ফলে শেষ পর্যন্ত ভারতের কোচবিহারে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

জানা গেছে, দুপুর ১২ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অর্থাৎ পরীক্ষা শুরু থেকে শেষ না হওয়া পর্যন্ত কোচবিহার শহরের একটি বড় অংশ এবং দিনহাটা মহকুমায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেলাশাসক কৌশিক সাহা রাতদিননিউজকে বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীরা মোবাইল নিয়ে প্রবেশ করছে, প্রতিটি পরীক্ষার্থীকে চেক করা কার্যত অসম্ভব সেই কারণেই এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে প্রশাসন।’

‘তথ্য প্রযুক্তির যুগে নকলের ধরনটাও বদলেছে। আজকাল মোবাইলে নিয়ে যাওয়া হচ্ছে বইয়ের কপি, ইন্টারনেটের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে তাই সমস্যার মূল স্তম্ভকেই বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।’-যোগ করে বলেন জেলাশাসক।

জানা গেছে, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি দিনহাটার একটি বড় অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল।

এইচএ/রাতদিন