চকবাজারে অগ্নিকান্ড : মৃতের সংখ্যা ‘৬৭’

রাজধানীর চকবাজার আবাসিক এলাকার পাঁচতলা ভবনে লাগা ভয়াবহ আগুনে সর্বশেষ নিহতের সংখ্যা দাড়িয়েছে ৬৭ জনে।

যদিও বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, আগুনে মারা গেছেন ৭৮ জন। তবে রাতে সোহেল মাহমুদ নিজের বলা সংখ্যাটি ভুল ছিল উল্লেখ করে  বলেন,  ‘নিহতের প্রকৃত  সংখ্যা ৬৭।’

এদিকে বুধবার রাত পৌণে ১১ টার দিকে লাগা আগুন বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের পরিচালক শাকিল নেওয়াজ জানান, উদ্ধারকাজ পুরোপুরি শেষ হওয়ার পর নিহতের সঠিক তথ্য এবং আগুন লাগার কারণসহ বিস্তারিত জানা যাবে।

জানা গেছে, চুড়িহাট্টা মসজিদের পেছনের একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের অন্যান্য ভবনেও ছড়িয়ে পড়ে।ফায়ার সার্ভিসের ১৩টি ষ্টেশনের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

স্থানীয় এক ব্যক্তি জানান, একটি প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণে আগুণের সূত্রপাত হয়। পরে সেখান থেকে একাধারে হোটেলের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অন্যত্র ছড়িয়ে পড়ে। পাশে একটি ভবনের নিচে বিভিন্ন ধরনের দোকান, পারফিউম ও প্লাস্টিক সামগ্রীর গুদাম থাকায় আগুণ তীব্র আকার ধারণ করে।

এদিকে আগুন লাগার ঘটনায় দগ্ধ হওয়া আহত ৪১ জন কে মিটফোর্ড ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এবি/রাতদিন