আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চাকরিতে প্রবেশের বয়স ৩৫ নিয়ে তিনি কোনো কথা বলেননি। এটা গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘চাকরিতে প্রবেশে ৩৫ বছর করার সিদ্ধান্ত সরকারি পর্যায়ে এখনও হয়নি।’
তিনি বলেন, ‘আমি এ ধরনের কোনো কথা বলিনি। সরকারের সিদ্ধান্তের আগে আমি কী বলব। আমি সরকার ও পার্টির ইমপর্ন্টেট জায়গায় আছি। আমার ইরেসপন্সিবল কোনো কথা বলা উচিত না।’
শনিবার, ১৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কাদের এসব কথা বলেন বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
মন্ত্রী বলেন, ‘আমি এ ব্যাপারে কোথায় মন্তব্য করলাম, আমার তো জানা নেই। ইট ইজ ফেইক অ্যান্ড ফলস।’
আগামী মাস থেকে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ হচ্ছে-এমন একটি সংবাদ অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয় নিতে ওবায়দুল কাদের এসব কথা বলেছেন।
এইচএ/রাতদিন