চেয়ারম্যানের নির্দেশনা, রংপুর জেলা জাপা’র সাধারণ সম্পাদক হলেন হাজী রাজ্জাক

জাতীয় পাটির্র রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন হাজী আবদুর রাজ্জাক। জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির নির্দেশনায় ও জাতীয় পার্টির মহাসচিব, বিরোধী দলীয় চীফ হুইপ এবং জেলা জাতীয় পার্টির সভাপতি মসিউর রহমান রাঙ্গা এমপির স্বাক্ষরে জাতীয় পার্টির গঠন তন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক তাকে এই মনোনয়ন দেয়া হয়।

বৃহষ্পতিবার, ৯ জুলাই মহাসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সাংগঠনিক নির্দেশনা জারী করা হয়।

প্রজ্ঞাপনমতে মঙ্গলবার, ৭ জুলাই থেকে তিনি এই দায়িত্ব পালন করবেন। এর আগে হাজী আবদুর রাজ্জাক জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক, সর্বশেষ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও জাতীয় যুব সংহতির রংপুর জেলা কমিটির সাবেক সভাপতিও ছিলেন।

এর আগে গত সোমবার রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির কার্যালয়ে জেলা ও মহানগর কমিটির যৌথসভা শেষে তাকে জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম মহাসচিব ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরসহ রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে জাতীয় পার্টি রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসাবে হাজী আবদুর রাজ্জাক মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি জেলা মহানগর, যুব সংহতি জেলা-মহানগর, ছাত্র সমাজের জেলা-মহানগর, জাতীয় শ্রমিক পাটি ও মহিলা পার্টিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেএম/রাতদিন