উপজেলা পুষ্টি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে নীলফামারীর জলঢাকায়। সভায় গর্ভবতী মা ও শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবারের উপর গুরুত্বারোপ করা হয়।
বৃহস্পতিবার, ২২ আগস্ট দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
‘জানো’ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.সুজাউদ্দৌলা।
সভায় কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা গড়তে অবশ্যই পুষ্টির চাহিদা পুরণ করতে হবে। আজকের শিশু সুস্থ-সবল হয়ে বড় হলে ভবিষ্যতে তারা নানান রোগ বালাই হতে মুক্তি পাবে। তাই গর্ভবতী মা ও শিশুরা যাতে পুষ্টিকর খাবার নিয়মিত খেতে পারে সেদিকে আমাদের সবার দৃষ্টি রাখতেই হবে।’
এতে জানো প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক পারশীয়া রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুষ্টি উন্নয়ন কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেডএ সিদ্দিকী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম ও ফিল্ড ফ্যাসিলেটেটর খুরশীদা হক।