জলঢাকায় মাইকিং করে ভাতাভোগী নির্বাচন, নতুন করে ভাতা পাবেন ২৯০০ জন

চলতি বছর রংপুরের জলঢাকা উপজেলায় দুই হাজার নয়শ’ জন বিভিন্ন ভাতার আওতায় এসেছেন। এসব ভাতাভোগীর পাশবই বিতরণ করেছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর।

আজ শনিবার, ২৫ জুলাই আনুষ্ঠানিকভাবে এসব পাশবই ভাতাভোগীদের হাতে তুলে দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি বলেন, ‘প্রকৃত ব্যক্তিদের খুঁজে ভাতা দিলে আগামী এক দশকের মধ্যে দেশে ভাতা নেবার লোক খুঁজে পাওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রীর নানামূখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা গড়তে আর বেশী দিন লাগবেনা। এছাড়া এই প্রথম উম্মুক্ত ভাবে মাইকিং করে ভাতাভোগী নির্বাচন করা হয়েছে। যদি ভাতা বইয়ের বিপরীতে কেউ এক টাকা নিয়ে থাকে তাদের ছাড় দেওয়া হবেনা।’

উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলাটিতে দুই হাজার নয়শত জন বিভিন্ন ভাতার আওতায় এসেছেন। এর মধ্যে বয়স্ক ৯’শ ৬৮জন, বিধবা ৮’শ ৮৭জন ও প্রতিবন্ধী ভাতা এক হাজার ৪৫জন। জলঢাকা পৌরসভায় ৩’শ ৭৬জন এসব ভাতার আওতায় এসেছেন।

এতে আরও বক্তব্য রাখেন জলঢাকা পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোঃ মাহামুদুল হক, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া,বিশ্বজিত রায়, রহমত আলী ও ফজলুল হক।

জেএম/রাতদিন