প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির মিউনিখ থেকে আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় (আইডিইএক্স) যোগ দিতে আজ, রোববার, ১৭ ফেব্রুয়ারি সকালে আবু ধাবি পৌঁছেছেন।
প্রধানমন্ত্রী ইত্তেহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আবু ধাবি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অবতরণ করে।
আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।
শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে মোটরশোভযাত্রা সহকারে আবু ধাবির সেন্ট রেজিস হোটেলে নিয়ে যাওয়া হয়।
এর আগে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগদানের জন্য জার্মানিতে তিন দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী আবু ধাবির উদ্দেশে মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
আমিরাত সফরকালে আজ রোববার তিনি আবু ধাবি ন্যাশনাল এক্সিভিশন সেন্টারে (এডিএনইসি) আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলার (আইডিইএক্স) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
শেখ হাসিনা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এই প্রথম জার্মানি ও ইউএই সফরে গেলেন।
আগামী ২০ ফেব্রুয়ারি সকালে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
এইচএ/রাতদিন