ডেঙ্গুর প্রভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম টার্ম পরীক্ষা স্থগিত করা হয়েছে। আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাইমা হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০১৮-১৯ শিক্ষাবর্ষের মাস্টার অব ল’জ (জেনারেল ও স্পেশালাইজড) কোর্সের শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে, উক্ত শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে ৬ জন শিক্ষার্থী অসুস্থ হওয়াসহ ডেঙ্গুর প্রভাবে আরো শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঝুঁকি থাকায় তাদের ১ম টার্ম পরীক্ষা স্থগিত করা হল। উল্লেখিত স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।’
ডেঙ্গুর প্রভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে চলমান ক্লাস-পরীক্ষা স্থগিতের দাবিতে ব্যাপক আলোচনার মধ্যে আইন বিভাগের এ বিজ্ঞপ্তি শিক্ষার্থীদের আলোচনায় আরো নতুন মাত্র পেয়েছে।
শিক্ষার্থীরা এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ক্যাম্পাসে জরুরি ছুটি ঘোষণা করার দাবি তুলছে।
এনএইচ/ রাতদিন