সিলেট সিক্সার্সের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেল ঢাকা ডায়নামাইটস। সাকিব আল হাসানের ব্যাটিং ঝড়ে ৩ ওভার হাতে রেখেই এই সহজ জয় পায় ঢাকা।
৩৭ রানে ৩ উইকেট হারিয়ে ১৫৯ রানের লক্ষ্য মাত্রা অর্জন যখন দু:সাধ্য মনে হচ্ছিল তখনি ক্রিজে আসেন সাকিব। দলকে টেনে তোলেন বিপদ থেকে, এনে দেন সহজ এক জয়ও।
৪০ বলে ৬০ রানের এই ঝড়ো ইনিংসে ছিলো ৮ বাউন্ডারি, ২ ছক্কা। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ঢাকা অধিনায়ক।
ঢাকার এই জয়ে অধিনায়ককে ভালো সংগ দেন ক্যারিবীয় ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। ২১ বলে করেন ৪০ রান। এতে ছিলো ২টি চার ও ৪টি বিশাল ছক্কা।
প্রথমে ব্যাট করা সিলেট সিক্সার্সের চ্যালেঞ্জিং ইনিংসের কারিগর বলা চলে ডেভিড ওয়ার্নারকেই। অষ্ট্রেলিয়ান এই ওপেনারের ৪৩ বলে ৬৩ রানে ভর করে তারা ৮ উইকেটে সংগ্রহ করে ১৫৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি ।