ঢাবির ‘ক’ ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)২০১৯-২০ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

রোববার, ২০ অক্টোবর ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে এ ফল প্রকাশ করেন।

‘ক’ ইউনিটের নৈর্ব্যক্তিক ও লিখিত অংশে সমন্বিতভাবে পাস করেছেন ১১ হাজার ২০৭ জন পরীক্ষার্থী। এতে পাসের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ। আর ‘চ’ ইউনিটে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন ৩৪৩ জন পরীক্ষার্থী।

ফলাফল জানা যাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে। এছাড়া মোবাইল থেকে DU<>KHA<>Roll লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।

উল্লেখ্য, এ বছর ‘ক’ ইউনিটে এক হাজার ৭৯৫টি আসনের বিপরীতে ৮৫ হাজার ৮৭৯ জন এবং ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ১৩ হাজার ৭০৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।

এনএইচ/রাতদিন