করোনাভাইরাস প্রতিরোধে তামাক পাতা থেকে তৈরি ভ্যাকসিন প্রথম ধাপে সফল বলে দাবি করেছেন থাই গবেষকেরা। আলজাজিরার খবরে বলা হয়, তামাক পাতা থেকে বানানো থাই গবেষকদের এ ভ্যাকসিন বানরের ওপর প্রয়োগ হয়।
এ পরীক্ষা সফল বলে দাবি করেন থাইল্যান্ডের চুলালংকর্ন ইউনিভার্সিটির গবেষক ড. থিরাভাত হেমাচুদা। তিনি থাই রেড ক্রস অ্যামেজিং ইফেক্টিয়াস ডিজিজ হেলথ সায়েন্স সেন্টারের প্রধান।
ডা. থিরাভাতকে উদ্ধৃত করে ব্যাংকক পোস্ট জানায়, তামাক পাতায় ভাইরাসের ডিএনএ মিশিয়ে ভ্যাকসিনটির গবেষণা শুরু হয়। ডিএনএ মেশানোয় তামাক পাতা আশানুরূপ সাড়া দেয় এবং এক সপ্তাহ পরে প্রোটিন উৎপাদন করে।
এই প্রোটিন থেকে বানানো হয় ভ্যাকসিন। প্রথম ধাপের পরীক্ষায় ইঁদুর ও বানরের দেহে এ ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এতে সফল হওয়ায় দ্বিতীয় ধাপে মানুষের ওপর পরীক্ষায় যাবেন গবেষকেরা।
ডা. থিরাভাত বলেন, বিশেষ তামাক পাতা থেকে বানানো হয়েছে এ ভ্যাকসিন, ফলে এটির উৎপাদন সহজ এবং কম খরচ পড়বে।
করোনা প্রতিরোধে প্রথম ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয় রাশিয়া। ইতিমধ্যে ভ্যাকসিন উৎপাদন করা শুরু করে দিয়েছে দেশটি। যদিও এ ভ্যাকসিন নিয়ে আন্তর্জাতিক মহল সন্দেহ প্রকাশ করেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের তিনটি ভ্যাকসিন শেষ পর্যায়ে রয়েছে।
এইচএ/রাতদিন