দলের সাথে যোগ দিতে শ্রীলংকা যাচ্ছেন শফিউল

শ্রীলংকা সফরের জন্য আগেই ১৪ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলও রয়েছে শ্রীলংকায়। নতুন করে এবার দলে জায়গা পেলেন পেসার শফিউল ইসলাম। আজ বুধবার, ২৪ জুলাই দলের সাথে যোগ দিতে শ্রীলংকার উদ্দেশ্যে রওনা দেবেন এই পেসার।

২০১৬ সালে সর্বশেষ ইংল্যান্ডের সাথে সিরিজে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন তিনি। গত নিউজিল্যান্ড সফরে দলের সাথে থাকলেও খেলার সুযোগ হয়নি। তাই নিউজিল্যান্ড গিয়ে পুরোটা সময়ই বসে থাকতে হয়েছে সাইড বেঞ্চে।

এ সম্পর্কিত আরও খবর...

দীর্ঘদিন দলের বাইরে থাকলেও ঘরোয়া লীগে দারুণ পারফর্ম করে দলে জায়গা করে নিলেন এই ডানহাতি পেসার। এখনো পর্যন্ত ৫৬ টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন শফিউল। ৫.৮৭ ইকোনমিতে তুলে নিয়েছেন ৬৩ উইকেট।

উল্লেখ্য, ২০১১ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দিকে চমৎকার ব্যাটিং করেছিলেন শফিউল। আর এতেই হারতে বসা ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ।

শান্ত/রাতদিন