দিনাজপুরে মারা গেছেন ৩ জন, রংপুর ল্যাবে শনাক্ত নেই

গত ২৪ ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে কোনো করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়নি। এসময় ২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল।

ওই মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু জানান, শনিবার ২৭ জনের নমুনা পরীক্ষা করা হলেও কেউ আক্রান্ত হিসাবে শনাক্ত হয়নি।

এদিকে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্র জানায়, দিনাজপুরে গতকাল শুক্রবার নতুন করে তিন জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

এখন পর্যন্ত রংপুর বিভাগের ৮ জেলায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৩৮৩ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১৪ হাজার ৩২০ জন এবং মারা গেছেন ২৯৬ জন।

এইচএ/রাতদিন