দেশের প্রতিটি বিভাগে হবে পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র

দেশের প্রতিটি বিভাগীয় শহরের মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০০ শয্যার পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন করবে সরকার। এ প্রকল্পের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ জন্য প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

প্রকল্পটির প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন।

এনইসি সম্মেলন কেন্দ্রের ওই বৈঠকে মোট ৯ হাজার কোটি টাকা ব্যয় প্রাক্কলন ৮টি প্রকল্প অনুমোদিত হয়।

গ্রামের গৃহহীন মানুষের জন্য প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রায়ণ এর মেয়াদ ২০২২ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। এর জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, কোনো প্রকল্পে ত্রুটি বা সংশোধনের বিষয় থাকলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এনএইচ/রাতদিন