নারী ও শিশু বিষয়ক রিপোর্টিংয়ে রংপুরের ২৮ সাংবাদিক পেল পিআইবি’র সনদ

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির আয়োজনে দু’দিনব্যাপি শিশু ও নারী উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শেষে রংপুরের ২৮ সাংবাদিককে সনদপত্র দেয়া হয়েছে।

ছবি : রাতদিন.নিউজ

রংপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ বৃহস্পতিবার, ১১ এপ্রিল দুপুরে শেষ হয়।

পিআইবির সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ অংশগ্রহনকারীদের হাতে সনদপত্র তুলে দেন।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

সকাল থেকে চারটি সেশনে শিশু ও নারী অধিকার সনদ, সম্পত্তিতে নারী ও মেয়ে শিশুর অধিকার, সামাজিক মাধ্যমে শিশু ও নারীকে উপস্থাপন, সাফল্য নির্ভর ফিচার নিয়ে মুক্ত আলোচনা, কৌশল এবং পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

আগামীকাল শুক্রবার একই ভেন্যুতে বিভিন্ন পত্রিকা, অনলাইনের সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদকদের নিয়ে এক দিনের প্রশিক্ষণের আয়োজন করেছে পিআইবি।

এইচএ/রাতদিন