নুসরাত হত্যার বিচার দাবিতে বেরোবিতে মানববন্ধন

মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানী ও অগ্নিসংযোগে হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার, ১১ এপ্রিল ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেরোবি শাখার আহবায়ক রবিউল ইসলামের সঞ্চালনায় এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য দেন। এ সময় একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ।

বক্তারা ঘৃণ্য এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে বলেন, শিক্ষক যেখানে মানুষ গড়ার কারিগর সেখানে যদি তাদের হাতেই নির্যাতিত হতে হয় এর চেয়ে লজ্জাজনক আর কিছু হয় না।

এবি/রাতদিন