শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় হয়েছে। সভায় নির্বিঘ্নে আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপনে সকল আইনি সহায়তা প্রদানের নিশ্চয়তা দেয়া হয়।
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর মেট্রোপলিটন পুলিশের কনফারেন্স রুমে সভা অনুষ্ঠিত হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম এতে সভাপতিত্ব করেন।
মতবিনিময় সভায় পুলিশের পক্ষ থেকে নির্বিঘে আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপনের জন্য সকল আইনি সহায়তা প্রদানের আশ্বস প্রদান করা হয়। পাশাপাশি শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সার্বিক সহায়তা প্রদানের জন্য মহানগর পূজা কমিটির সদস্যবৃন্দকে আহ্ববান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, মহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন), কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার(অপরাধ) ও রংপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পূজা কমিটির পক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর সভাপতি সুব্রত সরকার, সাধারন সম্পাদক ধনজিৎ ঘোষ তাপসসহ মহানগর পূজা কমিটির পূজারী ও ভক্তবৃন্দ।
জেএম/রাতদিন