পাঁঠা বলির সময় যুবকের হাত বিচ্ছিন্ন

মনসা পূজায় উপলক্ষে পাঁঠা বলিদানের সময় আদিনাথ দে (৩০) নামের এক যুবকের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। ব্রাহ্মণের অসাবধানতায় চট্টগ্রামের রাউজানে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আজ রোববার, ১৭ আগষ্ট দুপুরে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে যুগান্তর অনলাইনে প্রকাশিত এক খবরে বলা হয়, কোয়েপাড়ায় মনসা পূজা উপলক্ষে ব্রাহ্মণ খড়গ (রাম দা) দিয়ে পাঁঠা বলি দিতে যান। এ সময় উপরে থাকা ইলেকট্রিক তারে লাগলে খড়গটি পাঁঠা চেপে ধরা আদিনাথের বাম হাতের ওপর পড়ে। এতে তার বাম হাতের আঙ্গুলগুলো বিচ্ছিন্ন হয়ে যায়।

পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার পাইওনিয়ার হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া বলেন, মনসা পূজায় ব্রাহ্মণ পাঁঠা বলিদানের সময় উপরে থাকা তারের সঙ্গে খড়গটি লেগে আদিনাথের আঙ্গুলগুলো বিচ্ছিন্ন হয়ে যায়।

এবি/রাতদিন