দেশে আন্তর্জাতিক ক্রিকেট পুরোদমে ফেরানোর পথে আরেকটি বড় ধাপ এগোলো পাকিস্তান। এবার বাংলাদেশ নারী দলকে নিয়ে আয়োজন করতে যাচ্ছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।
বুধবার, ২৩ অক্টোবর দুটি ওয়ানডে, ও তিনটি টি টুয়েন্টি খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিবে দলটি। গেল চার বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তান যাচ্ছে নারী দল।
এই সিরিজের সবকটি ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে রয়েছেন রোমানা আহমেদ, এবং টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্বে আছেন সালমা খাতুন।
বাংলাদেশ নারী দল:
সালমা খাতুন, রোমানা আহমেদ, জাহানারা আলম, শামীমা সুলতানা, আয়েশা রহমান, নিগার সুলতানা, সানজিদা ইসলাম, লতা মন্ডল, পান্না ঘোষ, একা মল্লিক, শারমিন সুলতানা, খাদিজাতুল কোবরা, ফারজানা হক, শারমিন সুলতানা সুপ্তা, ও শাহিদা আক্তার মেঘলা।
স্ট্যান্ডবাই:
নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মণি, সোবহানা মোস্তারি, লাবণী আক্তার, জিন্নাত আসিয়া অর্থি, সাবিকুন নাহার জেসমিন, ও হ্যাপি আলম।
খেলার সূচি:
প্রথম টি-টোয়েন্টি ২৬ অক্টোবর,দ্বিতীয় টি-টোয়েন্টি ২৮ অক্টোবর,তৃতীয় টি-টোয়েন্টি ৩০ অক্টোবর,প্রথম ওয়ানডে ২ নভেম্বর,দ্বিতীয় ওয়ানডে ৪ নভেম্বর
এনএইচ/রাতদিন