পীরগঞ্জে অতিদরিদ্র পরিবারের মাঝে সাড়ে ১৩ লক্ষ টাকা মূল্যের ৪’শ টি ভেড়া বিনামূল্যে বিতরণ করা হয়েছে। উপজেলার চতরা ইউনিয়নের চতরা গারোপাড়া মিশন প্রাঙ্গনে নিউজিল্যান্ডের ওয়ার্ল্ড ভিশন পোর্ট ফোলিও ম্যানেজার মিসেস আমানডা ওয়েভার ওই ভেড়া বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন।
মঙ্গলবার, ১৯ নভেম্বর এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলার ৪টি ইউনিয়নের অতিদরিদ্রদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বিভিন্ন কার্যক্রম করছে। তারই অংষ হিসেবে এই উদ্যোগ।
এ উপলক্ষ্যে সুবিধাভোগীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, ইউএনও টিএমএ মমিন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা তাজুল ইসলাম, ওসি সরেস চন্দ্র, ওয়ার্ল্ড ভিশন এপিসি ম্যানেজার ষ্টিফেন হালদার রিভেন, উপজেলা ম্যানেজার ডায়মন্ড ঘাগড়া, আল বেনুস, সাধন, ইউপি চেয়্যারম্যান এনামুল হক শাহীনসহ স্থানীয় কর্মকর্তাবৃন্দ।
জানা গেছে, পারিবারিক কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে চতরা ইউনিয়নের ১’শ ৯৯টি অতিদরিদ্র পরিবারের মাঝে ২টি করে মোট ৩৯৮টি ভেড়া বিতরন করা হয়।
এনএইচ/রাতদিন