পীরগঞ্জে হাসপাতালের গ্রীল ভেঙ্গে কাগজপত্র তছনছ

রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি অফিসের গ্রীল ভেঙ্গে ভেতরে থাকা কাগজপত্র তছনছ করেছে দৃবৃত্তরা। তবে এ ঘটনায় কোনো কিছু খোওয়া যায়নি। এ ঘটনায় সোমবার, ৪ ফেব্রুয়ারি থানায় পৃথক দুটি জিডি করা হয়েছে।

জানা গেছে, ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি রোববার রাতে স্বাস্থ্য বিভাগের হিসাব শাখা এবং পরিবার পরিকল্পনা বিভাগের অফিস কক্ষের পিছনের জানালার গ্রীল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দুবৃত্তরা।

এসময় কক্ষ দুটিতে থাকা ৫ টি স্টিলের আলমারী ও টেবিলের ড্রয়ার ভেঙ্গে কাগজপত্র তছনছ করা হয়।

কক্ষগুলোতে ল্যাপটপ ও কম্পিউটার থাকলেও সেগুলো সেখানেই ছিল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হরেন্দ্রনাথ গোস্বামী বলেন, ‘নৈশ্য প্রহরী শাহের জামানের কারণে এমন অনাকাংখিত ঘটনা ঘটেছে। দায়িত্বে অবহেলার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’।

তবে এ বিষয়ে ওই নৈশ্য প্রহরীর সাথে কথা বলা সম্ভব হয়নি।

পীরগঞ্জ থানার এসআই গোলাম মওলা বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাসপাতাল কর্তৃপক্ষ মামলা দিলে ব্যবস্থা নেয়া হবে’।

এবি/০৪.০২.১৯