রংপুরে বিআরটিসির ডাবল ডেকার বাস চলাচল বন্ধ করে করে দেয়া হয়েছে। ফলে এর বিপুল সংখ্যক যাত্রী পড়েছেন বিপাকে। আর এই বন্ধের অভিযোগ উঠেছে খোদ রংপুর জেলা মোটর মালিক সমিতির বিরুদ্ধে।
রোববার, ২ ফেব্রুয়ারি দুপুর থেকে তারা বাসগুলো চলাচলে বাধা সৃষ্টি করে। এসময় তারা রংপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালে ৮টি বাস আটকে রাখে।
বিআরটিসির রংপুর ডিপোর কর্মকর্তারা জানান, রংপুর জেলা মোটরমালিক সমিতির বাধার কারণে ডাবল ডেকার বাস চলাচল বন্ধ রয়েছে।
রংপুর মোটরমালিক সমিতির নেতারা জানান, সরকারি যে আইন রয়েছে তাতে সিটি কর্পোরেশনের বাইরে এসব ডাবল ডেকার বাস চলাচল করতে পারবে না। সে কারণে বাধা দেয়া হয়েছে।
রংপুর বিআরটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম ফারুক জানান, রংপুরের পাগলাপীর থেকে পীরগঞ্জ ও বগুড়া থেকে সৈয়দপুর পর্যন্ত বিআরটিসির ৮টি ডবল ডেকার বাস চলাচল করে। ভাড়া কম হওয়ায় যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করে। কিন্তু রংপুর মোটরমালিক সমিতির বাধার এই বাস চলাচল বন্ধ রয়েছে।
রংপুর জেলা মোটরমালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম আজিজুল ইসলাম রাজু জানান, বিআরটিসির বিপুল সংখ্যক বাস রংপুরের বিভিন্ন রুটে চালাচল করে। এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সিটি কর্পোরেশনের বাইরে ডবল ডেকার বাস চলাচল করতে পারবে না।
প্রসংত গত বছরের ১৮ মে স্পিকার শিরিন শারমিন চৌধুরী বাসগুলোর উদ্বোধন করেন। এর পর থেকে বাসগুলো এসব রুটে চলাচল করছিল। এসব বাসে প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও নারীদের আলাদা আসন ব্যবস্থা সংরক্ষনের ব্যবস্থা রয়েছে। প্রতিবন্ধীদের ভাড়া নেয়া হয় না।
জেএম/রাতদিন