‘সোনালী কাবিন’ এর কবি আল মাহমুদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদ কবির রুহের মাগফিরাত কামনা করেন।
গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় এরশাদ বলেন, ‘কবির মৃত্যুতে বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হলো। যা সহসাই পূরণ হবার নয়।’
‘কবি আল মাহমুদ আলোকিত মানুষ হিসেবে সাহিত্যে-কর্মের মাধ্যম আলো ছড়িয়েছেন। তিনি বেঁচে থাকবেন তার কর্মের মাঝে।’- শোক বার্তায় উল্লেখ করেন জাপা চেয়ারম্যান এরশাদ।
শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবি আল মাহমুদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দির্ঘদিন ধরে নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
এবি/রাতদিন