বাংলাদেশে পাচারকালে জলপাইগুড়িতে ৮৬ গরু আটক, গ্রেপ্তার ৫

বাংলাদেশে পাচারের পথে ৮৬টি গরু আটক করেছে ভারতের জলপাইগুড়ির রাজগঞ্জ থানা পুলিশ। গোরুগুলি পাঁচটি ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল।

সোমবার, ২৬ আগস্ট গভীর রাতে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের হাতিমোড় এলাকায় অভিযান চালিয়ে গরুসহ ওই ৫টি ট্রাক আটক করা হয়।

ট্রাকগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের হাতিমোড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গরুবোঝাই পাঁচটি ট্রাক আটক করা হয়। ট্রাকগুলো থেকে উদ্ধার হয়েছে ৮৬টি গরু। এসময় ওই পাঁচ জন চালককেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে আটককৃতরা চোরাচালানের বিষয়টি স্বীকার করেছে। তার জানিয়েছে,  গরুগুলি বিহার থেকে অন্যত্র পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

জেএম/রাতদিন