বাঙালি অস্তিত্বে মিশে থাকা কবিগুরুর জন্মদিন আজ

আজ পঁচিশে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মদিন। বাংলা ১২৬৮ সালের ২৫ বৈশাখ, ইংরেজি ১৮৬১ সালের ৮ মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

সার্বজনীন বাঙালি অস্তিত্বে মিশে থাকা এক নাম রবীন্দ্রনাথ। বাঙালির জীবনবোধ, মনন, প্রেম, বিরহ, আনন্দ-বেদনার পুরোটা জুড়েই রয়েছেন তিনি।

বিশ্ব দরবারে বাঙালিকে মাথা উঁচু করে দাড়াতে শিখিয়েছেন রবিঠাকুর। প্রথম এশীয় হিসেবে ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন তিনি।

রবীন্দ্রনাথের কাছ থেকেই পেয়েছি আমাদের জাতীয় সংগীত। এমনকি ‘বাংলাদেশ’ বানানটিও নেয়া হয়েছে তাঁর লেখা থেকে।

জন্ম নিয়ে তিনি যেমন লেখেন, ‘ওই মহামানব আসে/ দিকে দিকে রোমাঞ্চ/ মর্ত্যধূলির ঘাসে ঘাসে।’ অন্যদিকে মৃত্যু নিয়ে লেখেন, ‘মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক।’ এমনি জীবন-মৃত্যুর প্রাত্যহিক প্রতিটি বিষয়ে রয়েছে তাঁর অসামান্য ভাবনাবোধের কাব্যিক বিচ্ছুরণ।

বিশ্বকবির জন্মদিন দেশজুড়ে পালিত হেবে নানা আয়োজনে। বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি ও ছায়ানট এ’ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ ছাড়া বিটিভিসহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল ও বেতারেও সম্প্রচার করা হবে বিশ্বকবির জন্মজয়ন্তীর নানা অনুষ্ঠান।

 জাতীয় সংবাদপত্রগুলো প্রকাশ করবে বিশেষ সাময়িকী।

জেএম/রাতদিন