গরুর কাঁধে জোয়াল, পিছনে লাঙলের মুঠোয় হাতে জোড়া গরুর দড়ি। এই ছিল এক সময়ের চিরায়ত গ্রাম বাংলার হালচাষের চিত্র। ভোর হলেই গ্রামের কৃষক লাঙ্গল জোয়াল, হাল গরু নিয়ে বেড়িয়ে পড়তেন জমি চাষের জন্য।
এখন যন্ত্রের আধিপত্যে সেই জনপদের মানুষদের ঘুম ভাঙে ট্রাক্টরের শব্দে। কৃষি কাজের জন্য ব্যবহৃত আদিম এই সহজাত প্রক্রিয়াটি হারাতে বসেছে কালের অতল গর্ভে। হালচাষে হারিয়ে যাওয়া এই চিরচেনা অতীত ঐতিহ্যের ছবি রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের খেরবাড়ি এলাকা থেকে তুলেছেন আমাদের রংপুর প্রতিনিধি মেজবাহুল হিমেল।