রংপুরে চাঁদা না দেয়ায় চাপাতির কোপ খেল ব্যবসায়ী, বিচার দাবীতে অবরোধ

চাঁদা না দেয়ায় রংপুর মহানগরীর এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়েছে সন্ত্রাসীরা। মহানগরীর চারতলা মোড়ের আহত ওই ব্যবসায়ী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি সকালে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন স্থানীয় দোকান মালিক সমিতি। এসময় দোকানপাট বন্ধ রেখে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান বিক্ষোভকারীরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় নগরীর চারতলা মোড় এসটিআর ট্রেডার্স নামের বিকাশ এজেন্টের মালিক রায়হান কবিরের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করে স্থানীয় সুরাজ, ভিকি, রকি, রবি ও আতিক। চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীদের সাথে ওই ব্যবসায়ীর হাতাহাতির পর সন্ত্রাসীরা তাকে হুমকি দিয়ে চলে যায়।

রাত ১১টার দিকে ওই বিকাশ ব্যবসায়ী মর্ডান মোড়ে যাওয়ার পথে পিডিবির সামনে উল্লেখিত সন্ত্রাসীরা তার পথ রোধ করে চাপাতি দিয়ে কুপিয়ে তার কাছে থাকা বিকাশের ১ লাখ ৮৬ হাজার টাকা ছিনিয়ে নেয়।

গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে চারতলা মোড়ের সকল দোকানপাট বন্ধ রেখে রাস্তায় নেমে আসেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা সড়ক অবরোধ করলে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়। তবে জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।

জেএম/রাতদিন