যশোরের ‘টপ টেরর’ গোল্ডেন সাব্বিরসহ তিন সন্ত্রাসী পুলিশের জালে ধরা

যশোরের শীর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বিরকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার, ১৯ জুলাই দিবাগত মধ্য রাতে যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে অভিযান চালিয়ে সহযোগিসহ তাকে আটক করা হয়।

সাব্বির উপজেলার চাঁচড়া রায়পাড়া এলাকার মেসিয়ার খোকনের ছেলে।

অন্যান্য আটককৃতরা হল, সুজলপুর আদর্শপাড়ার গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে সাকিব হাসান ও পুলের হাট তপস্বীডাঙ্গা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে ইব্রাহিম হোসেন ওরফে ডলার।

পুলিশ জানিয়েছে আটককৃতদের কাছ থেকে  একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি , পাঁচটি বোমা ও ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় ।

পুলিশ আরও জানায়, যশোর সদর উপজেলার সুজলপুর ১নং পাড়া আদর্শ গ্রামের সাকিবের বাড়ির পেছনে সন্ত্রাসীরা অস্ত্র, বিস্ফোরক নিয়ে নাশকতার পরিকল্পনা করছে-এরকম একটি তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

ঘটনার সাথে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ইয়ানূর রহমান, যশোর থেকে।