আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে জরিমানা করা হয়েছে বিরাট কোহলিকে। অতিরিক্ত আবেদনের কারণেই জরিমানা করা হয়েছে ভারত অধিনায়ককে। জরিমানার সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তার নামের পাশে ।
শনিবার ওই ম্যাচে আফগানদের বিপক্ষে ১১ রানে জয় পায় ভারত। চলতি বিশ্বকাপে এটি তাদের টানা চতুর্থ জয়। আর বিশ্বকাপে ৫০তম জয়।
বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ম্যাচের ২৯তম ওভারে একটি এলবিডব্লিউ’র আবেদন নিয়ে আম্পায়ার আলিম দারের দিকে আক্রমণাত্মক-ভাবে তেড়ে যান কোহলি। সেটাকেই মূল অভিযোগ ধরেছে আইসিসি। আইসিসি জানিয়েছে, ‘অতিরিক্ত আবেদনের’ কারণেই কোহলিকে জরিমানা করা হয়েছে।
ভারত অধিনায়ক কোহলি দোষ স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির কোনো প্রয়োজন পড়েনি বলেও জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
কোহলিকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।
এই ১টি ডিমেরিট পয়েন্ট নিয়ে ভারত অধিনায়কের নামের পাশে এখন দুটি ডিমেরিট পয়েন্ট। ২০১৮’র জানুয়ারি মাসে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন কোহলি।
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে এক বা একাধিক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন।
শান্ত/রাতদিন