ভারতের গরুর জন্য কোট!

ধীরে ধীরে শীত জেঁকে বসছে পুরো ভারতে। শীত শুরু হওয়ায় অযোধ্যা পৌর করপোরেশন শহরটির বিভিন্ন আশ্রয়কেন্দ্রে থাকা গরুদের জন্য পাটের কোট কেনার সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে অযোধ্যার নগর নিজামের কমিশনার নিরাজ শুকলা বলেন, আমরা গরুর জন্য কোট তৈরি করছি। এ পরিকল্পনাটি তিন-চার ধাপে কার্যকর করা হবে। প্রথম দফায়, আমরা বৈশিংপুর গরুর আশ্রয় কেন্দ্র নিয়ে শুরু করব। সেখানে ৭০০টি ষাঁড়সহ ১২০০ গবাদি পশু রয়েছে। সর্বপ্রথম আমরা বাছুরের জন্য ১০০টি কোটের অর্ডার দিয়েছি।

চলতি মাসের শেষের দিকে এ কোটগুলো আসবে বলে জানান তিনি। এছাড়া প্রতিটি কোটের দাম পড়বে ২৫০ থেকে ৩০০ রুপি।

তিনি আরও জানান, বাছুরের জন্য তিন স্তরের পোশাক প্রস্তুত করা হচ্ছে। প্রস্তুতকারকদের বলা হয়েছে এর জন্য একেবারে ভিতরের দিকে নরম কাপড় ব্যবহার করতে।

কমিশনার আরও বলেন, গরু ও ষাঁড়ের জন্য কোটগুলোর ডিজাইন আলাদা হবে। ষাঁড়ের জন্য শুধু পাটের তৈরি ও গরুর জন্য দুই স্তরের পাটের তৈরি কোট থাকবে।

এছাড়া গরু গুলোকে শীত থেকে বাঁচাতে অগ্ন্যুৎসব করা হবে বলে জানিয়েছেন নিরাজ শুকলা। এ বিষয়ে অযোধ্যার মেয়র রিষিকেশ উপাধ্যায় বলেন, আমাদের দৃষ্টি থাকবে গরুর সেবার দিকে।

এনএ/রাতদিন