জ্যানেট ইয়েলেন ভাঙতে যাচ্ছেন ২৩১ বছরের রেকর্ড। হতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী। সাথে এই খাতে আমেরিকার লিঙ্গবৈষম্যের রেকর্ড ভাঙতে চলেছেন ৭৪ বছর বয়সী ইয়েলেন। নব-নির্বাচিত জো বাইডেন দেশটির মন্ত্রীসভাকে উপহার দিচ্ছেন এ চমক।
বাইডেনের ট্রানজিশনাল টিমের বরাত দিয়ে এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল, নিউইয়র্ক টাইমস ও বিবিসি। তাতে বলা হয়, ১৭৮৯ সালের বৈশ্বিক মন্দার পর প্রথমবারের মতো এ পদে দায়িত্ব পেতে যাচ্ছেন কোনো নারী।
এর আগে ২০১৪ সাল থেকে ২০১৮ পর্যন্ত মার্কিন ফেডারেল রিজার্ভের প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ইয়েলেন। এই নারীর ২০ বছর ধরে মনিটারি পলিসি নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
নিউইয়র্কে জন্ম নেয়া ইয়েলেন ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতে পিএইচডি করেছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। অর্থনীতিতে নোবেল পেয়েছেন তার স্বামী জর্জ অ্যাকারলফ।
আরআই /রাতদিন