মিঠাপুকুরে মহাসড়কে ১৪৪ ধারা, সভা-সমাবেশ নিষিদ্ধ

আজ বুধবার, ২০ মার্চ থেকে আগামী ২৪ মার্চ ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত রংপুরের মিঠাপুকুরের দমদমা ব্রিজ থেকে শঠিবাড়ির ভাবনা ফিলিং স্টেশন পর্যন্ত মহাসড়কে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশের ক্ষেত্রে ১৪৪ ধারা কার‌্যকর হবে।

পাশাপাশি উপজেলাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। বুধবার সকাল থেকে এ ঘোষণা দিয়ে মিঠাপুকুর উপজেলায় মাইকিং করা হচ্ছে।

তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন এ সীদ্ধান্ত নিয়েছে।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

জানা গেছে, গত সোমবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মেসবাহুর রহমান মঞ্জুর এক সমর্থকের ওষুধের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকির হোসেনসহ কয়েক জনকে দায়ি করে থানায় একটি অভিযোগ দেয়া হয়।

তবে মামলাটি রেকর্ড না হওয়ায় এর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে মিঠাপুকুর বাসস্ট্যান্ড এলাকাং রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে মঞ্জুর সমর্থকরা। এ ঘটনার ঘন্টা তিনেক পর পুলিশ অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

এইচএ/রাতদিন