আজ বুধবার, ২০ মার্চ থেকে আগামী ২৪ মার্চ ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত রংপুরের মিঠাপুকুরের দমদমা ব্রিজ থেকে শঠিবাড়ির ভাবনা ফিলিং স্টেশন পর্যন্ত মহাসড়কে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশের ক্ষেত্রে ১৪৪ ধারা কার্যকর হবে।
পাশাপাশি উপজেলাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। বুধবার সকাল থেকে এ ঘোষণা দিয়ে মিঠাপুকুর উপজেলায় মাইকিং করা হচ্ছে।
তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন এ সীদ্ধান্ত নিয়েছে।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত সোমবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মেসবাহুর রহমান মঞ্জুর এক সমর্থকের ওষুধের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকির হোসেনসহ কয়েক জনকে দায়ি করে থানায় একটি অভিযোগ দেয়া হয়।
তবে মামলাটি রেকর্ড না হওয়ায় এর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে মিঠাপুকুর বাসস্ট্যান্ড এলাকাং রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে মঞ্জুর সমর্থকরা। এ ঘটনার ঘন্টা তিনেক পর পুলিশ অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
এইচএ/রাতদিন