রংপুর-৩ আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪৯

রংপুর-৩ আসনের উপনির্বাচনে ১৭৫ কেন্দ্রের মধ্যে ৪৯টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। ঝূঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে ৪০টির অবস্থান মেট্রোপলিটন এলাকায়। বাকি ৯টি কেন্দ্র সদর উপজেলার বিভিন্ন এলাকায়। পুলিশ ওইসব কেন্দ্রকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসাবে বিবেচনায় নিয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি শামিমা পারভিন জানান, অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি থাকবে। স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। মেট্রোপলিটন ও জেলা পুলিশের সমন্বয় করবে নির্বাচন অফিস।

এসব ব্যবস্থার কারণে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন তিনি।

এইচএ/রাতদিন