রংপুর-৩ আসনের তফসিল ১ সেপ্টেম্বর, ভোট হবে ইভিএমে : ইসি সচিব

রংপুর-৩ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামী ১ সেপ্টেম্বর। এ আসনের সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিব মো. আলমগীর সংবাদমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

এর আগে গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ও এ আসনের ভোটগ্রহণে ইভিএম ব্যবহার করা হয়।  

আজ মঙ্গলবার, ২৭ আগস্ট নির্বাচন কমিশন ভবনে কমিশন বৈঠক শেষে তিনি এসব কথা জানান।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

মো. আলমগীর বলেন, আজকের বৈঠকে এ নির্বাচনের বিষয়ে ইসি দুটো সিদ্ধান্ত নিয়েছে। সেগুলো হলো- আগামী ১ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করা হবে এবং ভোট হবে ইভিএমে। আগামী বৃহস্পতিবার আরেকটি বৈঠকে তফসিল চূড়ান্ত করা হবে।

সচিব বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গত ১৬ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

ইসি কর্মকর্তারা বলছেন, আগামী ১১ অক্টোবরের মধ্যে ওই আসনে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা আছে।

এবি/রাতদিন