রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক এম এ গফুর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শুক্রবার, ১৬ এপ্রিল ভোরে রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে তার মৃত্যু হয়।
ওই হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. এসএম নূরুন নবী গফুরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
এম এ গফুর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে রংপুরে এসে নগরীর ২১ নম্বর ওয়ার্ড করণজাই রোড নিউ সেনপাড়া এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
বাদ জুমা রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড় তেঁতুলতলা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে নূরপুর বড় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
গত ২ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এম এ গফুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ এপ্রিল তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। ওই দিন তাকে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়।
সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক এম এ গফুর ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রংপুর বিভাগীয় ডিলার সমিতির সভাপতি ছিলেন। তিনি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালকও ছিলেন।
এইচএ/রাতদিন