রংপুরে ট্রাকচাপায় চাচা-ভাতিজির মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী চাচা লাবলু মিয়া (৩৫) ও ভাতিজি জুঁই আক্তারের (১০) মৃত্যু হয়েছে।

রোববার, ২৬ জুলাই দুপুরে উপজেলার শঠিবাড়ি পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। ভাতিজিকে সাথে নিয়ে অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে ট্রাক চাপায় দলিল লেখক লাবলু মিয়া ও তৃতীয় শ্রেণিতে পড়ুয়া জুঁই আক্তারের মৃত্যু হয়।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, রোববার বেলা ১১টার দিকে লাবলু মিয়া মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তার স্ত্রীকে দেখতে ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে যাত্রা করেন। পথিমধ্যে মহাসড়কে ওঠার সময় শঠিবাড়ি পেট্রোল পাম্প এলাকায় পেছন দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভাতিজি জুঁই আক্তার মারা যান। গুরুতর অসুস্থ অবস্থায় লাবলু মিয়াকে হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়।

ওসি বলেন, নিহতদের বাড়ি উপজেলার বড় হযরতপুর দুবলাচারি গ্রামে। দুলাল মিয়া দলিল লেখক ছিলেন, আর শিশু জুঁই আক্তার শঠিবাড়ি কিন্ডার গার্ডেনের তৃতীয় শ্রেণিতে পড়ত।

এনএ/রাতদিন