রংপুরে ডিপজলের ধাক্কায় প্রাণ গেল ৩ অ্যাম্বুলেন্সযাত্রীর, অলৌকিকভাবে বাঁচলো শিশু

রংপুরের তারাগঞ্জের বাছুরবান্ধায় ডিপজল পরিবহনের একটি বাসের সাথে এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সের তিন যাত্রী নিহত এবং শিশুসহ ৩ জন আহত হয়েছেন।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ডিপজল পরিবহন এর একটি নাইটকোচ বাছুর বান্দা এলাকায় এলে এর সামনের চাকা পাংচার হয়ে যায়। এতে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এসময় ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্স এর সাথে নাইট কোচটির মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই মারা যায় সাথি আকতার(২৪) ও বিপ্লব রহমান (২৬) নামের দু’জন। নিহত সাথি আক্তার সাজু মিয়ার স্ত্রী। তাদের বাড়ি ঠাকুরগাঁওয়ের গিলাবাড়ী গ্রামে। মা সাথি আক্তার মারা গেলেও এই দুর্ঘটনায় আশ্চর্যজনকভাবে বেঁচে যান তার শিশুকন্যা।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে এম্বুলেন্স চালক রুবেল (৩০) মারা যান। বাকিদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালসুত্রে জানা গেছে।

জেএম/রাতদিন