পবিত্র আশুরা উপলক্ষে রংপুরে দুপুর তিনটার দিকে তাজিয়া মিছিল বের করা হয়। কারবালার মর্মান্তিক শোকের স্মরণে ইমামবাড়া থেকে বের হওয়া এই মিছিলে নামে মানুষের ঢল।
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর কারবালার বিষাদময় ঘটনাসহ নানা ঘটনার স্মরণে রংপুরের স্টেশন এলাকা থেকে মিছিলটি শুরু করা হয়।
এতে অংশগ্রহণকারীদের অনেকের পরনেই ছিলো কালো পাজামা-পাঞ্জাবি। ঝালর দেওয়া লাল, কালো, সবুজ ঝান্ডাও দেখা যায় অনেকের হাতে।
এসময় মিছিলটি রংপুর মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শাপলা চত্তর ও পায়রা চত্তরে মছিলি থামিয়ে চলে লাঠি খেলা। সেই সাথে বাজতে থাকে ঢোল।
রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনরার আবদুল আলীম মাহমুদ জানায়, রংপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮ এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে তাজিয়া মিছিলে দা , ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারী, লাঠি, ইত্যাদি বহন এবং আঁতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এসব নিষিদ্ধ করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন এলাকায় নাগরীকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নগরজুড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়া হয়েছে বলে জানান তিনি।