প্রজন্ম সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে রংপুরে মাসব্যাপী বৃক্ষরোপন ও বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার, ২৭ জুলাই সকালে রংপুর উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপন ও বিতরণ কার্যক্রম শুরু হয়।
কার্যক্রমে অংশ নেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মুযন আজাদ, সহকারী প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, প্রজন্ম সমাজ কল্যান পরিষদের সভাপতি খোরশেদ আলম মিঠু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিংকু, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজ উদ্দিন সরকার, শাহ মোঃ আল আমিন, নুন নবি, মামুদুন্নবী, প্রজন্ম সমাজ কল্যান পরিষদের সদস্য তৌফিক তানভীর আলভী, কার্যকরী সদস্য বিশ্বজিৎ রায়, আরাফাত আহমেদ, মাগফেরাত হোসেন, আল আমিনসহ আরো অনেকে।
এ সময় বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্রদের মাঝে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরন করা হয়।
পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিংকু জানান, প্রজন্ম সমাজ কল্যান পরিষদ মহানগরীর শতাধিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করবে এবং বিনামূল্যে গাছের চারা বিতরন করবে।
এনএইচ/রাতদিন