রংপুরে ব্র্যাক লার্নিং সেন্টারে রংপুর জেলার হালকা প্রকৌশল শিল্প মালিকদের নিয়ে তিন দিনব্যাপী ব্যবসা ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। মঙ্গলবার, ৩০ এপ্রিল সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর হালকা প্রকৌশল শিল্পমালিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন ও ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির রিজিওনাল ম্যানেজার সাদিয়া আনসারী।
প্রশিক্ষণে সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, পঞ্চগড়, গাইবান্ধা এবং দিনাজপুর জেলার হালকা প্রকৌশলশিল্প মালিক মোট ২৫ জন অংশ গ্রহন করেন। প্রশিক্ষণটি পরিচালনা করেন ব্র্যাক লার্নিং সেন্টারের প্রশিক্ষক মরিয়ম খাতুন। সহযোগিতা করেন প্রোগ্রেস ফিল্ড টেকনিক্যাল অফিসার মো. সাইফুল ইসলাম।
জানা গেছে, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি প্রো-পুওর গ্রোথ অব রুরাল এন্টারপ্রাইজেস থ্রু সাসটেনেবলস্কিলস ডেভেলাপমেন্ট (প্রোগ্রেস) ২০১৭ থেকে বাংলাদেশের ৪১ জেলার ১৫৫ উপজেলায় কাজ করে আসছে।
এবি/রাতদিন