সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে ষড়যন্ত্র ও নিঃশর্ত মুক্তির দাবিতে রংপুরে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে।
শনিবার,৭ ডিসেম্বর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলা যুবদলের আয়োজনে রংপুরের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে নেতা-কর্মীরা মিছিল বের করে দলীয় কার্যালয়ের প্রধান ফটক অতিক্রম করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতন্ডা হয়। পরে পুলিশি বাঁধায় সেখানেই প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে রংপুর জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু । এসময সহ সভাপতি রাকিব হোসেন, আনোয়ার, আবদূর রহিম, মোজামমেল, যুগ্ম সম্পাদক শ্রী বিপ্লব, আকিবুল রহমান মনু, সহ সম্পাদক তামজিদুর রশিদ গালিব, লিখন চৌধুরি, সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল মুল , প্রচার সম্পাদক তারেক হাসান প্রামাণিক প্রমুখ। রংপুর জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে রংপুর মহানগর যুবদলের আয়োজনে, খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচী মোতাবেক বিকেল ৩ টায় গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্য্যালয় থেকে রংপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন রংপুর মহানগর যুবদলের সভাপতি এ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন ও সাধারন সম্পাদক লিটন পারভেজ, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন প্রমুখ।
বক্তরা বলেল, বিনা চিকিৎসায় অন্ধকার কারাগারে মৃত্যুর প্রহর গুনছে। প্রয়োজনে আমরা স্বেচ্ছায় কারা বরণ করব, বুকের তাজা রক্ত ঢেলে দিব, যে কোন মূল্যে আমাদের মাকে মুক্ত করতে হবে। এজন্য রংপুর বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
এসকে/রাতদিন