রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পুলিশ ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। এছাড়া সদ্যপ্রয়াত রোজ হাসপাতালের পরিচালকের করোনা পরীক্ষায় পজেটিভ ফলাফল এসেছে।
বৃহস্পতিবার, ২৮ মে সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু।
তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৭৮টি নমুণার পরীক্ষা সম্পন্ন হয়। এতে রংপুরের ১৩ ও কুড়িগ্রাম জেলার ১ জনের করোনা শনাক্ত হয়।
আক্রান্তদের মধ্যে রংপুর পুলিশ লাইন্সের এক পুলিশ সদস্যসহ সদরের সদ্যপুষ্করণীর একজন নারী স্বাস্থ্যকর্মী, নগরীর শালবন মিস্ত্রিপাড়া এলাকার তিনজন, মুলাটোল, ধাপ কাকলি লেন,পূর্ব গুপ্তপাড়া, মেডিকেল মোড়, ধাপ জেল রোড, নিউ সেনপাড়ার এলাকার একজন করে এবং কাউনিয়া উপজেলার দুইজন রয়েছেন। এছাড়াও কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার একজন নারীর করোনা শনাক্ত হয়েছে।
এদের মধ্যে গত মঙ্গলবার (২৬ মে) করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া রংপুর নগরীর রোজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুর রহমান এর নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
এদিকে রমেক পিসিআর ল্যাব এবং রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার ফল অনুযায়ী রংপুর জেলায় বর্তমানে করোনাভাইরাসে সংক্রমিত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৭ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৮২ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ছয়জন।
জেএম/রাতদিন