জলঢাকায় রোগী কল্যাণ সমিতির উদ্যোগ, সুরক্ষা সামগ্রী পেল স্বাস্থ্য কমপ্লেক্স

নীলফামারীর জলঢাকায় চিকিৎসক,রোগী ও সাধারন মানুষের সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক ও গ্লোভস প্রদান করা হয়। সমাজসেবা অধিদপ্তরের আওতায় এসব সামগ্রী প্রদান করা হলো।

বৃহস্পতিবার, ২৮ মে দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব হাসানের কাছ থেকে এসব সামগ্রী গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডা. মেসবাহুর রহমান প্রধান।

উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব হাসান এসময় বলেন,মানুষের সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতামূলক প্রচারণা অব্যাহত আছে। তাই করোনাভাইরাস আমাদের উপজেলাটিতে বিস্তার করতে পারেনি। এভাবে স্বাস্থ্যবিধি মানলে দ্রুত আমরা করোনামুক্ত হব।

সুরক্ষা সামগ্রী গ্রহণের পর আবাসিক মেডিকেল অফিসার ডা. মেসবাহুর রহমান প্রধান বলেন, চিকিৎসকগণ অতি ঝুঁকি নিয়ে অবিরত কাজ করছে। এই দুর্যোগময় সময়ে এসব সুরক্ষা সামগ্রী চিকিৎসা সেবায় কাজে লাগবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহামুদুল হক বলেন, সমাজসেবা মন্ত্রণালয়ের অর্থায়নে সমাজসেবা অধিদপ্তর করোনা যোদ্ধা চিকিৎসক, রোগী ও সাধারণ মানুষের পাশে আছে। তাদের সুরক্ষায় সর্বদা কাজ করছে, ভবিষ্যতেও করবে।

জেএম/রাতদিন