রংপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাবরেটরিতে দুজনের নমুনা পরীক্ষা নীরিক্ষা চলছে।
শনিবার, ৪ এপ্রিল নতুন এই দু্’জনের নমুনা সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ। ল্যাবের কার্যক্রম শুরুর তৃতীয় দিনে পাওয়া এই দুটি নমুনার পরীক্ষা নিরীক্ষা চলছে।
প্রথমদিনে সংগৃহীত ৪২ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে কারও করোনা সংক্রমন পাওয়া যায়নি। আর ২য় দিন কোন নমুনা পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
রমেকের ভাইরোলজি বিভাগের প্রভাষক ডা. এমএ আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মাত্র ২টি নমুনা পেয়েছি, আরও পেতে পারি। এ দুটি নমুনা রংপুরের কাউনিয়া উপজেলা থেকে এসেছে। সেগুলো নিয়ে কাজ শুরু করা হয়েছে। রাতের মধ্যে নমুনা পরীক্ষা শেষে প্রতিবেদন তৈরি করে ঢাকায় পাঠানোর চেষ্টা করা হবে।’
গত বৃহস্পতিবার ল্যাবের কার্যক্রম শুরুর পর রংপুর বিভাগের বিভিন্ন জেলা হতে ৪২ জনের নমুনা করোনা ল্যাবরেটরিতে জমা হয়েছিল। ওই সব নমুনা পরীক্ষা করে শুক্রবার রাতে ঢাকায় স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআর পাঠানো হয়েছে। সেখান থেকে কেন্দ্রীয়ভাবে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে।
এখন পর্যন্ত রমেকের ল্যাবে পরীক্ষা করা নমুনা থেকে কোনো রোগীর করোনা শনাক্ত হয়নি।
জেএম/রাতদিন