আগামী ১০ মার্চ অনুষ্ঠিতব্য ৮৭টি উপজেলায় চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত শেষে আজ শনিবার, ৯ ফেব্রুয়ারি তাদের নাম ঘোষণা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। ঘোষিত তালিকায় অনুযায়ী রাজশাহী বিভাগের চার জেলার যারা মনোনয়ন পেলেন :
রাজশাহী : পুঠিয়ায় জিএম হিরা বাচ্চু, তানোরে লুৎফর হায়দার রশিদ,পবায় মুনসুর রহমান, দুর্গাপুরে নজরুল ইসলাম, গোদাগাড়ী জাহাঙ্গীর আলম, চারঘাট ফকরুল ইসলাম, মোহনপুর আব্দুস সালাম, বাগমারা অনীল কুমার সরকার ও বাঘায় মো. লায়েক উদ্দিন।
নাটোর : সিংড়ায় শফিকুল ইসলাম, বড়াইগ্রামে সিদ্দিকুর রহমান পাটওয়ারী, গুরুদাসপুরে জাহিদুল ইসলাম, বাগাতিপাড়ায় সেকান্দার রহমান, সদরে শরীফুল ইসলাম রমজান ও লালপুরে ইসহাক আলী।
জয়পুরহাট : পাঁচবিবিতে মনিরুল শহীদ মন্ডল, আক্কেলপুরে আবদুস সালাম আকন্দ, কালাইয়ে মিনফুজুর রহমান, সদরে এসএম সোলাইমান আলী ও ক্ষেতলালে মোস্তাকিম মন্ডল।
সিরাজগঞ্জ : কাজীপুরে খলিলুর রহমান সিরাজী, সদরে মোহাম্মদ রিয়াজ উদ্দিন, চৌহালি ফারুক হোসেন, উল্লাপাড়ায় শফিকুল ইসলাম, শাহজাদপুরে আজাদ রহমান বেলকুচিতে আলী আকন্দ, তাড়াশে সঞ্জীত কুমার কর্মকার ও রায়গঞ্জে ইমরুল হোসেন।
এবি/০৯.০২.১৯