লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের সীমান্তবর্তি শীবেরকুটি গ্রামে জমি নিয়ে বিরোধে নবম শ্রেণির এক ছাত্রী প্রাণ হারিয়েছে। নিহত লাকী খাতুন (১৪) ওই এলাকার নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় চর কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
সোমবার, ১৭ জুন বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুলাঘাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য দুলালী বেগমের স্বামী একরামুল হকের সঙ্গে প্রতিবেশী নিহত লাকীর বাবা নজরুল ইসলামের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি আদালতেও একাধিক মামলা বিচারাধীন আছে। এই অবস্থায় আজ সোমবার সকালে কিছু লোকজন নিয়ে বিরোধপূর্ণ সেই জমি দখল করতে যান একরামুল হক।
এতে নজরুল ইসলাম বাঁধা দিলে তার উপর হামলা চালায় একরামুলের লোকজন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় বাবাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয় স্কুলছাত্রী লাকী। সংঘর্ষে উভয় পক্ষের সাতজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লাকীকে মৃত ঘোষণা করেন।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এবি/রাতদিন