লালমনিরহাটের কালীগঞ্জে ওয়ান শুটারগান পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মনিরুজ্জামান মনিরকে (৩৮) আটক করেছে র্যাব-১৩।
মঙ্গলবার (২৫মে) দুপুরে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে বলে কালীগঞ্জ থানার ওসি আরজু মো: সাজ্জাত নিশ্চিত করেন। এর আগে রংপুর র্যাব-১৩’র সহকারী পরিচালক (মিডিয়া) সামুয়েল সাংমা মঙ্গলবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
মনিরুজ্জামান মনির বাড়ি ওই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামে। তার নামে লালমনিরহাট জেলার বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, পুলিশ অ্যাসল্ট, অপহরণ এবং চুরিসহ ১৯টি মামলা রয়েছে বলে জানা গেছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
র্যাব জানায়, গত সোমবার রাতে লালমনিরহাটের কালীগঞ্জ এলাকায় অভিযান চালায় রংপুর র্যাব-১৩ এর একটি দল। এ সময় একটি ওয়ান শুটারগান পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি খুরসহ মনিরুজ্জামান মনিরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুজ্জামান মনির দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, অস্ত্র ও মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলার পর কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।
এনএ/রাতদিন