দেশের ১ হাজার ৬৩৩টি বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়ার বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমপিওভুক্ত (বেতন-ভাতার সরকারি অংশ) ঘোষণার ছয় মাস পর এই অনুমোদন দেয়া হলো। এ তালিকায় রয়েছে লালমনিরহাট জেলার ২৫ টি শিক্ষাপ্রতিষ্ঠান।
বুধবার, ২৯ এপ্রিল আদেশটি প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে।
নিয়মানুযায়ী এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে প্রতিষ্ঠানগুলোর অনুকূলে এমপিও কোড বরাদ্দ দিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
মোট প্রতিষ্ঠানের মধ্যে নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় ৪৩০টি, মাধ্যমিক ৯৯১টি, উচ্চমাধ্যমিক (কলেজ) ৯২টি, ৬৮টি স্কুল অ্যান্ড কলেজ এবং স্নাতক (পাস) স্তরের প্রতিষ্ঠান ৫২টি। আদেশে বলা হয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী যোগ্যতা বজায় রাখতে ব্যর্থ হবে, তাদের এমপিও স্থগিত করা হবে।
জারীকৃত এই প্রজ্ঞাপন অনুযায়ী এই তালিকায় লালমনিরহাট জেলার মোট ২৫ টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে নিম্নমাধ্যমিক ১১ টি, মাধ্যমিক ১২ টি ও স্নাতক পর্যায়ের কলেজ রয়েছে দুটি। তবে জেলায় কোন উচ্চ মাধ্যমিক (কলেজ) এবং স্কুল এন্ড কলেজ নতুন করে এমপিওভুক্ত হয়নি।
এমপিওভূক্ত নিম্ন মাধ্যমিক স্কুলগুলো হলো:
- পাটগ্রাম উপজেলার (১) আমানতুল্লাহ প্রধান হাইস্কুল (২) ললিতার হাট হাইস্কুল ও (৩) পাটগ্রাম আদর্শ হাইস্কুল
- হাতীবান্ধা উপজেলার (১) উত্তর গোতামারী আজিম বাজার হাইস্কুল (২) চেতনারহাট হাইস্কুল (৩) বিছনদই আজিজুর রহমান হাইস্কুল ও (৪) কেতকীবাড়ী গার্লস হাইস্কুল
- কালিগঞ্জ উপজেলার (১) দক্ষিন গোড়ল আদর্শ হাইস্কুল ও (২) বুড়িরহাট আদর্শ জুনিয়র হাইস্কুল
- আদিতমারী উপজেলার (১) কালিস্তান জুনিয়র হাইস্কুল ও (২) সুখময়ী বৈদর চন্দ্র হাইস্কুল
এমপিওভূক্ত মাধ্যমিক স্কুলগুলো হলো:
- পাটগ্রাম উপজেলার (১) ইসলামী আদর্শ বিদ্যানিকেতন (২) মমিনপুর হাইস্কুল (৩) ভান্ডারদহ জনতা হাইস্কুল (৪) কচুয়ারপাড় হাইস্কুল (৫) মোহাম্মদপুর হাইস্কুল (৬) শ্রীরামপুর হাইস্কুল ও (৭) কালীরহাট হাইস্কুল
- হাতীবান্ধা উপজেলার (১)পাইকারটারি হাইস্কুল ও (২)রমনীগঞ্জ হাইস্কুল
- কালীগঞ্জ উপজেলার (১) ডা: চন্দনা হাইস্কুল ও (২) সুন্দ্রাহবী হাইস্কুল
- আদিতমারী উপজেলার (১) তালুক দুলালী রাজকাচারী হাইস্কুল
এমপিওভূক্ত স্নাতক পর্যায়ের কলেজ:
- লালমনিরহাটের (১) শহীদ আবুল কাশেম কলেজ ও (২) লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজ
জেএম/রাতদিন