শপথ বৃহস্পতিবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যগণ আগামি বৃহস্পতিবার শপথ নেবেন। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মন্ত্রী বলেন, ‘আগামী ৩ জানুয়ারি (বৃহস্পতিবার) সংসদ সদস্যরা শপথ নেবেন। তার আগেই নির্বাচন কমিশনের গেজেট হবে।’

দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে গত রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়, গোলযোগের কারণে একটি আসন স্থগিত রেখে সেই রাতেই ২৯৮টি আসনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এ সম্পর্কিত আরও খবর...

ফলাফলে জোটগতভাবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৮৮ আসন। আর ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র ৭টি আসন। স্বতন্ত্র ও অন্যান্য পেয়েছে ৩টি আসন।

এর মধ্যে ২৫৯টি আসন পেয়েছে আওয়ামী লীগ। এইচ এম এরশাদের জাতীয় পার্টি (জাপা) পেয়েছে ২০টি আসন।

বিএনপি পেয়েছে ৫টি আসন। ওয়ার্কার্স পার্টি ৩টি আসন পেয়েছে। জাসদ পেয়েছে ২টি আসন। বিকল্পধারা ২টি আসন পেয়েছে। গণফোরাম পেয়েছে ২টি আসন। তরিকত ফেডারেশন ও জেপি পেয়েছে ১টি করে আসন। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৩টি আসন।

এমআরডি-০৮/০১.০১.২০১৯

মতামত দিন